ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধি :
তাইওয়ান ঘিরে চীনের ক্রমবর্ধমান সামরিক পদক্ষেপ উদ্বেগের। তবে এটা নিয়ে যুক্তরাষ্ট্র ‘চিন্তিত না’ বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।সোমবার সকালে সাংবাদিকদের প্রেসিডেন্ট বাইডেন বলেন, আমি চিন্তিত নই, কিন্তু তারা অনেক দ্রুত এগোচ্ছে এটা নিয়ে উদ্বিগ্ন। বাইডেন আরও বলেন, আমার মনে হয় না তারা (চীন) যা আছে (যা করেছে) তার চেয়ে বেশি কিছু করবে।মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর সুবিবেচনাপ্রসূত ছিল কিনা জানতে চাইলে বাইডেন বলেন, এটি ছিল তার (পেলোসি) সিদ্ধান্ত। বেইজিংয়ের হুঁশিয়ারি উপেক্ষা করে গত মঙ্গলবার তাইওয়ানের রাজধানী তাইপে বিশেষ সফরে যান মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। এর জেরে তাইওয়ানের চারপাশে বড় ধরনের সামরিক মহড়া শুরু করে চীন। যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েকটি ক্ষেত্রে সহযোগিতাও বাতিল করেছে চীন। এর মধ্যে গতকাল আবারও নতুন করে মহড়ার ঘোষণা দিয়েছে বেইজিং। মহড়া কতদিন চলবে এবং এর সুনির্দিষ্ট অবস্থান এখনও জানা যায়নি।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com