বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
জাসদ নেতা হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি বানারীপাড়ার চাখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল ইসলাম টুকুকে অবশেষে তাঁর পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। টুকুকে ১ নম্বর আসামি করে চাঞ্চল্যকর ওই হত্যা মামলায় আদালতে পুলিশের অভিযোগপত্র জমার প্রায় ১০ বছর পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো।
গতকাল মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি চিঠি বরিশাল জেলা প্রশাসক ও বানারীপাড়ার ইউএনও বরাবরে পাঠানো হয়েছে। ই- মেইলে চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বানারীপাড়া ইউএনও ফাতিমা আজরীন তন্বী।
চিঠিতে উল্লেখ করা হয়, ইউপি চেয়ারম্যান টুকুর বিরুদ্ধে ২০১৩ সালের ২০ জুলাই বানারীপাড়া থানায় হত্যা মামলা হয়েছে। এই মামলায় তাঁকে ১ নম্বর আসামি করে বানারীপাড়া থানা পুলিশ গত ২৮ অক্টোবর অভিযোগপত্র দিলে তা বরিশাল আদালতে গৃহীত হয়। ফলে তাঁর দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে সমীচীন নয় মর্মে সরকার মনে করে। সে জন্য মজিবুল ইসলাম টুকুর বিরুদ্ধে সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থি বিবেচনায় বরিশাল জেলা প্রশাসকের সুপারিশে স্থানীয় সরকার আইনের ৩৪-এর (১) ধারায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
২০১৩ সালের ১৯ জুলাই জুমার নামাজ আদায় করতে যাওয়ার পথে বানারীপাড়া উপজেলা জাসদের তৎকালীন সাংগঠনিক সম্পাদক সৈয়দ হুমায়ুন কবির খুন হন। সে সময় এই হত্যায় যুক্ত থাকার অভিযোগে চাখার ইউপি চেয়ারম্যান মজিবুল ইসলাম টুকুকে ১ নম্বর আসামি করে ১০ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়। মামলার আসামি হয়েও টুকু দ্বিতীয়বারের মতো ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন; অথচ তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। সম্প্রতি চাখার ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ও উপজেলা যুবলীগ নেতা মেজবাহ উদ্দিন সোহেল এ ব্যাপারে টুকুর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সচিব বরাবর লিখিত অভিযোগ দেন। এতে ক্ষুব্ধ হয়ে মজিবুল ইসলাম টুকু ইউপি সদস্য সোহেলকে গত ১৪ এপ্রিল প্রকাশ্যে হত্যার হুমকি দেন। পরে জীবনের নিরাপত্তা চেয়ে সোহেল গত ১৫ এপ্রিল বানারীপাড়া থানায় জিডি করেন।
এদিকে দেরিতে হলেও মজিবুল ইসলাম টুকুকে চাখার ইউপির চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করায় নিহত জাসদ নেতা হুমায়ুন কবিরের পরিবারসহ এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছে। মামলার রায়ে টুকুসহ আসামিদের ফাঁসির দাবি জানান তাঁরা।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com