কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা :
চাঁদাবাজি ও জমি জবর দখল মামলায় কুয়াকাটা পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক জুলহাস হোসেন ওরফে জুলহাস খানকে জেলা হাজতে প্রেরণ করেছে কলাপাড়া সিনিয়র জুডিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। গতকাল এ রায় ঘোষণা করা হয়। এসময় রাসেল ফকির, রাকিবুল ফকির ও জাকির ফকির নামে আরো ৩ জনকে একই মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়। এদের প্রত্যেকের বাড়ি কুয়াকাটা পৌর এলাকার তুলাতলী গ্রামে।
ভুক্তভোগী রুহুল আমিন বলেন, জুলহাস খান দলীয় প্রভাব বিস্তারের মাধ্যমে এলাকার বিভিন্ন ত্রুটিপুর্ণ জমিজমা জবর দখল, চাঁদাবাজির মাধ্যমে এলাকার নিরিহ মানুষদের হয়রানী করে আসছিলেন। এর প্রতিবাদ করলে মামলাসহ নানা রকম হুমকী ধামকি প্রদান এবং মারধর করতেন। রুহুল আমীন আরও বলেন, তার জমি জোরজবর দস্তি দখল করে। এর আগেও চাঁদাবাজি ও জবর দখল মামলায় একাধিকবার জেল খেটেছেন জুলহাস খান।
মামলার বাদী আ. বারেক গাজী বলেন, জুলহাস খান এলাকার একজন প্রতাপশালী লোক। মিথ্যা মালিকানা দাবি করে তার জমি দখল চেষ্টা চালায় এবং তার কাছে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিল। ন্যায় বিচারের জন্য তিনি আদালতের স্বরনাপন্ন হয়েছিলেন। আদালত ন্যায় বিচার করেছে। এ মামলায় বাদী পক্ষের কৌশলী ছিলেন অ্যাডভোকেট শাহজাহান পারভেজ এবং বিবাদী পক্ষের কৌশলী অ্যাডভোকেট সাইদুর রহমান।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com