ভোলা প্রতিনিধি:
ভোলার চরফ্যাসনে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আলমগীর (৪৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার দুলারহাট থানার নুরাবাদ এলাকায় তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আলমগীর হোসেন ওই এলাকার মোঃ রহিম মুন্সীর ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, আলমগীর তার নিজ বাড়ির বাগানের একটি সুপারি গাছ কাটেন। কাটা গাছটি বৈদ্যুৎতিক তারের উপরে পরলে আলমগীর গাছটি টেনে নামানোর সময় ওই কাচা সুপারী গাছটি বিদ্যুতায়িত হয়ে তিনি গুরত্বর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে আহতবস্থায় উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুলারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরাদ হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com