চরফ্যাশন প্রতিনিধি ঃ
সৌদি আরবের কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের অর্থায়নেমুসলিম ওয়াল্ডলীগের লজিষ্টটিক সাপোর্টে স্বরাষ্ট্র মন্ত্রীর এপিএস মনির হোসেনের উদ্যোগে আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের বাস্তবায়নে ভোলার চরফ্যাশনের দক্ষিণ আইচার চরমানিকা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে শুক্রবার বিকেলে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
ত্রান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌরসভার মেয়র মোঃ মোরশেদ, কিং সালমান হিউমেটিরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টার এর প্রতিনিধি ডাঃ তোহা, আব্দুল্লাহ আল ওসাইমিন, শেখ আলা আলি আব্বুদাহ, শেখ মোহাম্মদ আল যানাতি, আল মানাহিল ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ হেলালউদ্দিন জমিরউদ্দীন, প্রমুখ।
জানাযায়, কিং সালমান হিউমেনিরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টারের অর্থায়নেমুসলিম ওয়াল্ডলীগের লজিষ্টটিক সাপোর্টে আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ প্রতি বছরের ন্যায় এবছরে বাংলাদেশে বসবাসরত ৮০ হাজার অসচ্ছল পরিবার এবং এফ ডি এম এন রোহিঙ্গাদের মাঝে খাদ্য সহায়তা প্রকল্প শুরু করেন এরই ধারাবাহিকতায় চরফ্যাশনের কৃর্তিসন্তান স্বরাষ্ট্র মন্ত্রীর এপিএস মনির হোসেন উদ্যোগে চরফ্যাশনের জাহানপুর ইউনিয়নে ২০০, চরমানিকা ইউনিয়নে ২০০, কুকরি মুকরি ইউনিয়নসহ ৩০০, মুজিব নগর ইউনিয়নে ৩০০ পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়। প্রতিটি সহায়তা প্যাকেটে রয়েছে ১০ কেজি চাউল, ৭ কেজি ডাল , ৩ কেজি তেল, ৩ কেজি, চিনি, ১ কেজি লবন।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com