চরফ্যাশন প্রতিনিধি।।
ভোলার চরফ্যাশন বাজারের চাল ব্যবসায়ী জাফর মিয়া (৬০) কে শুক্রবার গভীর রাতে পিটিয়ে আহত করে দোকান থেকে ২০ লক্ষ টাকা লুট করে নেয়ার অভিযোগ উঠেছে। বাজার পাহারাদার ও ব্যবসায়ীরা ঘটনার সাথে জড়িত সুমন(৩০) সুজন(৪০) শান্ত(৩০) জুয়েল( ২৭) নামের চার জনকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছেন। শনিবার থানা পুলিশ আটকদের ছেড়ে দিয়েছে।আহত ব্যবসায়ী জাফর মিয়া অভিযোগ করেন, শুক্রবার গভীর রাতে সুমন সহ ১০/১২ জন বাচ্ছু টেডার্স নামের তার চালের আড়তের পূর্ব পাশের টিনের বেড়া খুলে প্রবেশ করে দোকানের সিন্ধুক ভেঙে প্রায় ২০ লাখ টাকা লুটে নেয়। বিষয়টি টের পেয়ে এগিয়ে এলে তাকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় জাফরের ডাক চিৎকারে আশপাশের ব্যবসায়ী ও পাহারাদাররা এগিয়ে এসে চারজনকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেন এবং জাফর কে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন।চাল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বেলাল মিয়া জানান, বাজারের দোকানের ভিটি নিয়ে সুমন গংদের সাথে জাফরের বিরোধ ছিল। বিষয়টি নিয়ে একাধিকবার সমাধান করা হয়েছে। সুমন কিছুদিন পূর্বে ২০ হাজার টাকা দাবি করলে ওই টাকা জাফরের কাছ থেকে নিয়ে সুমনকে দেয়া হয়। এরপরও সে জাফরের ওপর হামলা চালায়।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com