নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি : ঘূর্ণীঝড় আম্ফান আঘাত হানার আগেই জোয়ারে নদীর পনি বৃদ্ধি পেয়ে ইতিমধ্যে ফেরিঘাট এলাকার বেশ কিছু ঘরবাড়িতে পানি ঢুকছে।
২০ মে বুধবার বিকেলে নলছিটি পৌরসভার লঞ্চঘাট,ফেরিঘাট ও বেড়িবাঁধ এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে। ষাটপাকিয়া ফেরির নলছিটি পাড়ে ফেরিতে ওঠার সংযোগ সড়কটি পানিতে তলিয়ে গেছে। এছাড়া বেড়িবাঁধের পাশের বেশ কিছু ঘরের বারান্দায় পানি ঢুকছে। পানের বরজ ও জমি পানিতে তলিয়ে গেছে। ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল কুদ্দুস মোল্লা ওইসব এলাকায় বসবাসরত সকল বাসিন্দাদের ঝড় আসার আগেই নলছিটি সরকারি ডিগ্রি কলেজে অথবা নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজে যাওয়ার জন্য অনুরোধে জানান। উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার জানান প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার ভূমি মোহম্মদ সাখাওয়াত হোসেন বেড়িবাঁধ এলাকা সহ বিভিন্ন এলাকা সরজমিনে দেখে এসেছেন। আম্ফান মোকাবিলায় পুরো উপজেলায় আশ্রয় কেন্দ্র সহ সবকিছু প্রস্তুত আছে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com