আব্দুল্লাহ বাশার : ঝিনাইদহ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাল, ডাল, তেল,গ্যাস, বিদ্যুৎ, সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধগতি ও ভোলায় পুলিশ গুলি করে সেচ্ছাসেবকদল ও ছাত্র দল নেতা হত্যার প্রতিবাদে বুধবার বিকেলে কোটচাঁদপুর মেইন বাজার সরকারি কলেজ হোস্টল চত্বরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি এস কে এম সালাউদ্দিন বুলবুল সিডলের সঞ্চালনায়। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু জয়ন্ত কুমার কুন্ডু সহ-সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, প্রধান বক্তা আমিরুজ্জামান খান শিমুল সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, বিশেষ অতিথি এ্যাডঃ এম এ মজিদ সভাপতি ঝিনাইদহ জেলা বিএনপি, জাহিদুজ্জামান মনা সাধারণ সম্পাদক জেলা বিএনপি, কামাল আজাদ পান্নু সভাপতি সদর বিএনপি, আব্দুল মজিদ বিশ্বাস সাবেক যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপি, মাজেদুর রহমান পপ্পু সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি, মেহেদী হাসান রনি সভাপতি মহেশপুর উপজেলা বিএনপি, আমিরুল ইসলাম খান চুন্নু সাধারণ সম্পাদক মহেশপুর উপজেলা বিএনপি, লিয়াকত আলী, সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি,আবুল কাশেম সাধারণ সম্পাদক পৌর বিএনপি আবুবকর বিশ্বাস সাবেক সদস্য জেলা আহ্বায়ক কমিটি, ফারুক হোসেন খোকন সাবেক সদস্য জেলা আহ্বায়ক কমিটি, ফারুকুল আলম শেখা সাবেক সদস্য জেলা আহ্বায়ক কমিটি, হারুন-উর রশীদ সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি, মির্জা টিপু সাংগঠনিক সম্পাদক পৌর বিএনপির, একরামুল হক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রমুখ। এসময় যুবদল, ছাত্র দল, কৃষক দল,শ্রমিক দল সহ বিএনপির সকল অঙ্গ সংগঠনে নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সে সময় বক্তারা বলেন, এখন থেকে রাজপথ দখল থাকবে আমাদের হামলা মামলা দিয়ে বিএনপি'র আন্দোলন বন্ধ করা যাবে না। নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে'। বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি । নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যে দাম কমানোর সহ বিভিন্ন ধরনের স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন বিক্ষোভ সমাবেশ স্তল।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com