স্টাফ রিপোর্টার ।। জাপানে অনুষ্ঠিত গ্রিন ট্রান্সফরমেশন সম্মেলনে জলবায়ু ও পরিবেশ রক্ষায় ‘মিথ্যা সমাধানের’ প্রতিবাদে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নগরীর অশ্বিনী কুমার হলের সামনে শনিবার সকাল ১০টায় বি.ডব্লিউ.জি.ই.ডি. ও প্রান্তজনের যৌথ উদ্যোগে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এসময় বক্তৃতা দেন, ম্যাপ-এর নির্বাহী পরিচালক শুভংকর চক্রর্তী, রান-এর নির্বাহী পরিচালক রফিকুল আলম, বেলার সমন্বয়কারী লিংকন বায়েন, এন.ভি.এস-এর নির্বাহী পরিচালক শওকত আলী বাদল, প্রান্তজনের নির্বাহী পরিচালক এস.এম. শাহাজাদা, সি.ডি.পি-এর সমন্বয়কারী এ.জেড.এম রাশেদ, উন্নয়নকর্মী ইব্রাহিম হামিদ মাসুম প্রমুখ। বক্তারা বলেন, জাপানে অনুষ্ঠিত গ্রিন ট্রান্সফরমেশন সম্মেলনে জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য নানান প্রতিশ্রুতি দিলেও তা অতীতে বাস্তবায়িত হয়নি। তাই জাপানের অর্থনৈতিক মন্ত্রণালয় আয়োজিত এ সম্মেলনে দেওয়া প্রতিশ্রুতিগুলোকে আমরা ‘মিথ্যা সমাধান’ হিসেবে আখ্যা করেছি। আমরা আর মিথ্যা সমাধান চাই না। তাই আমরা চাই জাপান এবং জাপানি কোম্পানিগুলো সত্যিকার সমাধানের দিকে অগ্রসর হবে। জাপান আমাদের সঠিক ভাবে সাহায্য করলে আমরা খুব দ্রুত নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমার্ত্রা অর্জন করতে পারবো। তবেই আমরা পরিবেশের বিরূপ প্রভাব থেকে রক্ষা পাবো। উল্লেখ্য ২৬ সেপ্টেম্বর শুরু হওয়া এ সম্মেলন দুই সপ্তাহ ব্যাপী চলবে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com