পটুয়াখালী প্রতিনিধি ঃ পুলিশের বাধায় গ্যাস-তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল পন্ড।
০২ জুলাই মঙ্গলবার সকাল ১০টায় কোর্ট ভবন এলাকার জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে গ্যাস-তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে পটুয়াখাল জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল শুরু হওয়ার সাথে সাথে পুলিশ বাঁধা দেয় এবং ব্যানার ছিনিয়ে নেয়। এ সময় পুলিশের সাথে ব্যানার নিয়ে ধস্তাধস্তি হলে জেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারন সম্পাদক এড. মোঃ মহসিন উদ্দিনসহ কয়েকজন নেতা কর্মী আহত ও লাঞ্ছিত হয়। বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এড. ওয়াহিদ সরোয়ার কালাম, সাংগঠনিক সম্পাদক এড. মুজিবুর রহমান টোটন, প্রচার সম্পাদক মিজানুর রহমান, যুব বিষয়ক সম্পাদক এড. এটিএম মোজাম্মেল হোসেন তপন, সহ-দপ্তর সম্পাদক এড. মাকসুদুর রহমান, জেলা মৎস্য দলের নেতা আলতাফ হোসেন, জেলা ছাত্র দলের সাধারন সম্পাদক আল আমিন সুজনসহ বিপুল সংখ্যক নেতা কর্মী
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com