বিএম বেলাল, গৌরনদী:
বরিশালের গৌরনদীতে স্বাস্থ্যবিধি মেনে করোনা ভাইরাস প্রতিরোধকল্পে এবং মানসিক ও দৈহিক স্বাস্থ্যের উন্নয়নে
দিনব্যাপী যোগাসন, প্রাণায়াম ও ধ্যান চর্চার উপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ যোগ সংঘ এবং স্কুল অফ ইয়োগা এন্ড ওয়েলনেস বাংলাদেশ এর সহযোগীতায়
এবং মতলবুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল শুক্রবার সকালে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালা
উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ইয়োগা ইনস্ট্রাক্টর মো: রোকনুজ্জামান,
এলিজা চৌধুরী রুপাসহ অন্যান্যরা। প্রশিক্ষণ কর্মশালায় নারী ও পুরুষ মিলে বিভিন্ন শ্রেণী পেশার প্রায় দেড় শতাধিক প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করে ।
প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীগণ এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা পরবর্তীতে আরো বেশি বেশি করার জন্য মতামত ব্যক্ত করেন। তারা বলেন,
এ ধরনের কার্যক্রম স্কুল কলেজ পর্যায়ে ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে দিতে পারলে ছাত্রছাত্রীরা অনেক উপকৃত হবে
এবং তাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য অবস্থার উন্নতি সাধনের পাশাপাশি ইতিবাচক কর্মকান্ডে আত্মবিশ্বাস গড়ে উঠবে ।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com