গৌরনদী (বরিশাল) প্রতিনিধি :
বরিশাল-ঢাকা মহাসড়কে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ইল্লা গাইনের পাড় এলাকায় একটি বাস ডিজেলচালিত অটোরিকশাকে (মাহেন্দ্রা) পেছন থেকে ধাক্কা দিলে অটোরিকশাটির চালক মোহাম্মদ হোসেন (২০) ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় শওকত হাওলাদার (৩০) নামের ওই অটোরিকশাটির আরেক আরোহী যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানা ও গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে অটোরিকশাচালক মোহাম্মদ হোসেন তার স্বজন শওকত হাওলাদারকে নিজ অটোরিকশায় করে ওই মহাসড়কের কসবা এলাকা থেকে উপজেলার ভূরঘাটা বাসস্ট্যান্ডের দিকে রওনা হন। তাদের বহনকারী অটোরিকশাটি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাসড়কে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ইল্লা গাইনের পাড় এলাকায় পৌঁছালে পেছনে ঢাকাগামী একটি বাস অটোরিকশাটিকে চাপা দিয়ে চলে যায়।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘ফায়ার সার্ভিস কর্মীরা নিহত অটোরিকশাচালকের মরদেহসহ আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দিয়েছে। দুর্ঘটনার ফলে মহাসড়কে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। পুলিশ সদস্যরা যানজট মুক্ত করতে চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরসহ আইনগত প্রক্রিয়ার প্রস্তুতি চলছে।’
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com