বিএম বেলাল, গৌরনদী :
বরিশালের গৌরনদীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে
আলোচনা সভা, দোয়া-মোনাজাত, সেলাই মেশিন বিতরণ ও আর্থিক অনুদান প্রদান করা হয়।
উপজেলা আওয়ামী লীগ, পৌর ও সকল সহযোগি সংগঠনের উদ্যোগে জাতির পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার বিকাল ৪টায় গৌরনদী বাসস্ট্যান্ড দলিয় কার্যালয়ে গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ.এম জয়নাল আবেদীন’র সভাপতিত্বে
দোয়া-মোনাজাতে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান,
পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আতিকুর রহমান শামীম, ইউপি চেয়াম্যান মো. আবদুর রব হাওলাদার,
সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সরদার আবদুল হালিম,
ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ নুরুল হক, উপজেলা আওয়ামী লীগ নেতা মো. নান্টু হাওলাদার,
উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সৈয়দ মাহাবুবুর রহমান, পৌর যুবলীগের সাধারন সম্পাদক মো.আল-আমীন হাওলাদার,
যুবলীগ নেতা কাজী মোস্তাফিজুর রহমান রনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু, সাধারন সম্পাদক লুৎফর রহমান দিপ।
আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সরকারি গৌরনদী কলেজ জামে মসজিদের ইমাম মো. মহিউদ্দিন খান।
অপরদিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সোমবার সকালে
উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা উপজেলা নির্বাহি অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুল নাহার মেরি।
বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন,
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, গৌরনদী মডেল থানার পরিদর্শক হেলাল উদ্দিন,
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খান মোঃ মনিরুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল বাশারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
শেষে ৭জন অসহায় নারীকে সেলাই মেশিন ও ৫ জনকে ২ হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com