গৌরনদী প্রতিনিধিঃ
মহামারী করোনা ভাইরাসের কারনে সরকারি নির্দেশে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ খাকলেও সেই নির্দেশ অমান্য করে বরিশালের গৌরনদী উপজেলার চন্দ্রহার কে.আর মাধ্যমিক বিদ্যালয়ে প্রকাশ্যেই চলছে কোচিং বানিজ্য। বিষয়টি দেখার যেন কেউ নেই।আর এ কোচিং বাণিজ্য চালিয়ে আসছেন ওই বিদ্যালয়ের খোঁদ প্রধানশিক্ষক আবুবক্কর সিদ্দিক।প্রতিদিন তিনি স্কুলের দোতালায় ১৫/২০ জন শিক্ষার্থীদের নিয়ে কোচিং বানিজ্য চালিয়ে আসছেন।শনিবার সকাল সাড়ে দশটার দিকে সরেজমিনে দেখা গেছে, প্রধানশিক্ষক আবুবক্কর সিদ্দিক বিদ্যালয়ের দ্বিতীয় তলার একটি ক্লাস রুমে দশম শ্রেণীর শিক্ষার্থীদের ব্যক্তিগত কোচিং করাচ্ছেন।এসময় সংবাদ কর্মীদের দেখে তিনি পালিয়ে যেতে চেস্টা করে ব্যর্থ হন।
করোনার মহামারীর মধ্যে সরকারের নির্দেশ অমান্য করে শিক্ষার্থীদের কোচিং করানোর প্রশ্নে অভিযুক্ত প্রধানশিক্ষক আবুবক্কর সিদ্দিক কোন উত্তর না দিয়ে ক্ষমা চেয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।এ ব্যাপারে গৌরনদী উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার লিটু চ্যাটার্জী বলেন, কোচিংয়ের ব্যাপারে আমাদের কিছু জানা নেই। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com