পটুয়াখালী প্রতিনিধিঃ খালের বাঁধ না কেটে প্রভাব শালীদের কর্তৃক মাছ চাষ করার ফলে জলাবদ্ধতার কারনে কৃষকরা চলতি মৌসুমে আমন বীজ উৎপাদন করতে না পারায় কৃষকরা বিপাকে।
পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসারের কাছে জলাবদ্ধতা নিরসনে খাল কেটে পানি সরানোর জন্য কৃষকদের দেয়া আবেদন সূত্রে জানাগেছে, সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের গলাচিপা, বল্লভ ও শারিখখালী গ্রামের কৃষকরা রবি মৌসুমে তাদের নিজেদের অর্থায়নে গলাচিপা বল্লভ খালের বাঁধ দিয়ে রবি শস্য আবাদ করে আসছিল। এখন আমান মৌসুমে বীজ তলায় বীজ উৎপাদনের জন্য গলাচিপা বল্লভ খালের বাঁধ কাটতে চাইলে, প্রভাবশালীরা মাছ চাষের জন্য বাঁধ কাটতে না দেয়ায় এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে কৃষকরা তাদের বীজ তলায় বীজ উৎপাদন করতে না পারায় শত শত কৃষক পরিবার আমন আবাদ করতে না পারায় আশঙ্খায় ভোগছেন। এ ছাড়াও জলাবদ্ধতার কারনে এলাকায় মশার উপদ্রæপ বৃদ্ধি পেয়েছে বলে কৃষকরা জানায়। এ ব্যাপারে কৃষকরা বীজ তলায় বীজ উৎপাদনের জন্য গলাচিপা বল্লভ খালের বাঁধ কাটার ব্যবস্থা গ্রহনের জন্য সদর উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত আবেদন করেছেন বলে কৃষকরা জানান। সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতী বলেন, অভিযোগ পাওয়ার সাথে সাথে ইউপি চেয়ারম্যানকে জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা কথা বলা হয়েছে। চেয়ারম্যান মোজাম্মেল জোমাদ্দার জানান, এলাকার মেম্বরকে পানি সরানোর জন্য ১২০ ফিট পাইপ দেয়া হয়েছে। কৃষকরা জানান, মেম্বর গলাচিপা বল্লভ খালে পাইপ না লাগিয়ে, পাইপ অন্য স্থানে দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com