সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় করোনা কালীন সময় কর্মহীন লঞ্চ এবং ঘাট শ্রমিকদের মধ্যে ত্রান বিতরন করা হয়েছে। উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সোমবার বিকেল তিন টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ ও উপজেলা নির্বার্হী অফিসার আশিষ কুমার লঞ্চ ঘাটে দুইশত শ্রমিকের মধ্যে ত্রান সামগ্রী বিতরন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সরদার মু. শাহ আলম, আওয়ামী লীগ নেতা কাওসার তালুকদার, মো. ফিরোজ আহমেদ প্রমূখ। ত্রানের প্রতিটি প্যাকেটে চাল, ডাল, তৈল,চিনি ও সাবান রয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. দেলোয়ার হেসেন জানান, করোনা কালীন সময় কর্মহীন অবস্থায় পড়ে থাকা লঞ্চ শ্রমিক ও ঘাট শ্রমিকদের জন্য ২ মেট্রিক টন চাল ও নগদ ২ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এসব ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com