সঞ্জীব দাস(গলাচিপা)প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় ভোক্তা অধিকার সংরক্ষন ও আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় উপজেলা অডিটরিয়ামে ভেজাল খাদ্য পরিহার করি , সুস্থ্য সবল জাতি গড়ি। এই শ্লোগানকে সামনে রেখে ভোক্তা সাধারনকে সচেতেনের বিষয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ রফিকুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহিন শাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার দে। আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিআরডিপির চেয়ারম্যান হাজ¦ী মুজিবুর রহমান, গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আখতার মোর্শে¦দ উপজেলা ভাইস চেয়ারম্যান নিজাম উদ্দিন মোল্লা উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার, মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, সমাজসেবা কতৃকর্তা মোঃ নজরুল ইসলাম, খাদ্য কর্মকর্তা সমির রায় , পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান শিবলী সহ ১ টি পৌরসভা ও ১২ টি ইউনিয়নের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
সভায় সভাপতি বলেন ভোক্তা অধিকার সংরক্ষন ও উন্নয়ন ভোক্তা অধিকার বিরোধী কার্য প্রতিরোধ, নিরাপদ পন্য সেবা নিশ্চিতকরন, পন্ন ও সেবা ক্রয়, প্রতারনা, প্রতিরোধ এবং গনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভোক্তা অধিকার জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ন বিষয়।
এ ব্যপারে সকলকে ভোত্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ সম্পর্কে সকলকে সচেতন হওয়ার আহবান জানান। পরে বেলা ১২ টায় আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com