সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
গলাচিপার পানপট্টির কোকাইতাবক গ্রামে বিদ্যুৎ স্পষ্ট হয়ে মানসুর খলিফা (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে নিহত মানসুরের নিজের গ্রামের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গলাচিপা থানার পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গলাচিপার পানপট্টি ইউনিয়নের কোকাইতাবক গ্রামের বাসিন্দা মো. সেরাজুল হক খলিফার ছেলে মো. মানসুর খলিফা সোমবার বেলা ১২টার দিকে নিজ বাড়িতে ব্যাটারি চালিত অটোরিক্্রার গ্যারেজে কাজ করছিল। কাজের ফাঁকে ব্যাটারি চার্জ দেওয়ার জন্য বিদ্যুতের লাইনে সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়। এসময় বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে। পরে গলাচিপা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মানসুরকে মৃত্যু ঘোষনা করে।
এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার মোর্শেদ বলেন, ‘খবর শোনার পরই পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। অটোরিক্্রাসার ব্যাটারি চার্জ দেওয়ার জন্য ভুলবশত বিদ্যুৎ স্পষ্ট হয়ে মাকসুদের মৃত্যু হয়।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com