সঞ্জিব দাস, গলাচিপা ( পটুয়াখালী )
হিন্দু ধর্মালম্বীদের বড় ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দূর্গাপুজা উপলক্ষ্যে গলাচিপা থানা এলাকায় পূজা উৎযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছে গলাচিপা থানা পুলিশ। সোমবার বেলা ১১ টায় গলাচিপা থানার অফিস চত্তরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। থানার অফসার ইনচার্জ (ওসি) আখতার মোর্শেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী পুলিস সুপার সার্কেল হাফিজুর রহমান , সহকারী কমিশনার ( ভূমি ) সুহৃদ সালেহীন, ্উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার দে, পূজা উৎযাপন কমিটির সভাপতি মনিন্দ্র পাল, সাধারন সম্পাদক তাপস দত্ত। কালীবাড়ি কমিটির সভাপতি দিলীপ বনিক, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সাধারন সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ড, গলাচিপা রিপোটার্স ক্লাবের সভাপতি সাজ্জাদ আহমেদ মাসুদ প্রমূখ। এছাড়া পূজা উৎযাপন কমিটির বিভিন্ন এলাকার নেতৃবৃন্দ। তাদের স্ব-স্ব এলাকারর সমস্যা নিয়ে কথা বলেন। এ সময় পুলিশের পক্ষ থেকে তাদের নির্বিঘেœ পূজা উৎযাপনের আশ^াস প্রদান করা হয়। গলাচিপা উপজেলা ১২ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় ২৬ টি পূজামন্ডবের সভাপতি সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com