গলাচিপা,পটুয়াখালী,প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের বড় গাবুয়া গ্রামের ৩ নং ওয়ার্ডের আশ্রায়ন প্রকল্পে ব্রাকে ৩১ বিশিষ্ট কমিটি করা হয়। বুধবার বেলা ৪ টায় আশ্রায়ন প্রকল্পের ব্রাকে বসে এ কমিটি করা হয়। এতে সভাপতি হন ওই ব্রাকের সদস্য মোঃ শহীদুল প্যাদা, সাধারন সম্পাদক ওই ব্রাকের সদস্য শ্রী জতিন মাঝি। সহ-সভাপতি মোঃ ওহাব খাঁ, মোশারেফ ডাঃ, মোশারেফ প্যাদা, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ফারুক, বাবুল প্যাদা, সাংগঠনিক সম্পাদক মোঃ করিম হাওলাদার , প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রফিক হাওলাদার , দপ্তর সম্পাদক কোব্বাত প্যাদা,অর্থ বিষয়ক সম্পাদক আ ঃরব হাং, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক মাহাবুব,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আলাউদ্দিন,ক্রীড়া বিষয়ক সম্পাদক রুহুল আমিন প্যাদা, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক মজিবর, মহিলা বিষয়ক সম্পাদক জয়নুব বিবি, বাকী ব্রাকের লোক সদস্য হিসাবে নেয়া হয়েছে।
উল্লেখ থাকে যে, ২০০২ সালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বরিশাল বিভাগে বৃহত্তম একটি আশ্রায়ন প্রকল্প তৈরি করেন। সেখানে ১৮টি ব্রাক ১৮০টি রুম বন্দবস্তো দেয় হত দরিদ্রদের মাঝে। এ সময় উপস্থিত ছিলেন গোলখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি মোঃ নুর সায়েদ শিকদার, আওয়ামী যুবলীগ নেতা - জোলেখা বাজার ও বনিক সমিতির সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান (মোস্তফা) হাওলাদার, সাবেক ইউপি সদস্য দুলাল প্যাাদা, গোলখালী ইউনিয়নের সাবেক ছাত্রলীগ ও সাবেক যুবলীগের সভাপতি নুরে আলম জিকু, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও গোলখালী ইউনিয়নের চেয়্যারম্যান মুঃ নাসির উদ্দিন হাওলাদার প্রমুখ।
পরে জোলেখার বাজার বনিক সমিতির সভাপতি যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, বরিশাল বিভাগের বৃহত্তম আশ্রায়ন প্রকল্প এটি। তাই আওয়ামী লীগের নেতা কর্মীকে উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিন শাহ নির্দেশ দেন কমিটি করার।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com