সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী)থেকেঃ
ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে উপকূলীয় জেলা পটুয়াখালীর গলাচিপায় ফসল-ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, ৪০ বসত ঘর সম্পূর্ণ ও আংশিক ক্ষতি হয়েছে ৬৮টি ঘরের।
এসব ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা চলছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
গলাচিপা উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, বুলবলের প্রভাবে আমন ধানের ক্ষতি হয়েছে বেশি। প্রাথমিকভাবে যা ধারণা করা হচ্ছে তার চেয়েও বেশি হবে বলে সংশ্লিষ্ট কৃষকরা মনে করছেন। ৬ হাজর ৬৭০ হেক্টর জমির আমন ধান নষ্ট হয়েছে। যার আর্থিক মূল্য ২৯ কোটি ১৮ লাখ ১২ হাজার টাকা। ৭২ হেক্টর জমির খেসারী ডাল, ৪০ হেক্টর জমির ফেলন ডাল এবং ১৭৬ হেক্টর জমির শাক সবজির ক্ষতি হয়েছে যার আর্থিক মূল্য ২ কোটি ৪৪ লাখ ৬০ হাজার টাকা। এ ছাড়া উপজেলার পানপট্টি ইউনিয়নের একটি পোল্ট্রি ফার্মের টিনসেড ঘর বিধ্বস্ত হয়ে ৫০০ মুরগি মারা যায়।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. রফিকুল ইসলাম বলেন, ‘আমরা মাঠ পর্যায় থেকে প্রাথমিক ক্ষয় ক্ষতির একটি তালিকা পেয়েছি।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস.এম দেলোয়ার হোসেন বলেণ, চুরান্ত তালিকা করা হয়েছে আমরা অফিসিয়াল ভাবে পাঠিয়ে দিয়েছি।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com