গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় আদালতে মামলা করায় বাদীর উপর হুমকি। আদালতে ৩ জনের বিরুদ্ধে মামলা করেছে মোস্তাফিজুর রহমান (৪২)। মোস্তাফিজুর রহমান হচ্ছেন উপজেলার গোলখালী ইউনিয়নের বড় গাবুয়া গ্রামের হাজী আহম্মদ হাং এর ছেলে। আসামীরা হলেন একই ইউনিয়নের কালিরচর গ্রামের মোঃ মোকছেদ হাং , মোসাঃ রাজিয়া বেগম ও মোঃ সিপন হাং। মামলায় উল্লেখ্য গত ১ নভেম্বর জোলেখার বাজার একটি চায়ের দোকানে আসামিগণ কথাকাটাকাটির এক পর্যায়ে মোস্তাফিজকে মারধর করে। মামলার বাদী মোস্তাফিজুর জানান, আমার নিকট থেকে মোখসেদ হাং জরুরী কাজের জন্য গত ২০১৬ সালে একটি ১০০ টাকার ৫০ টাকার স্ট্যাম্প, ১ টি রেফে মোখসেদের স্বাক্ষরকৃত চেয়ারম্যান নাসির উদ্দিনের কাছে আছে। দেই দিচ্ছি বলে আমাকে এই পর্যন্ত ঘুড়াচ্ছে। আমি বিষয়টি নিয়ে তার কাছে ইউনিয়ন পরিষদে বেশ অনেকবার আসি। কিন্তু মোকছেদ হাং কে তিনি মানাতে না পারায় আমি আদালতে মামলা করি। গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত মামলাটি আমলে নিয়ে গলাচিপা থানাকে তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেন।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com