জান্নাতুল মিরাজ,গাজীপুর প্রতিনিধিঃ
চলমান কোভিড-১৯ এর মধ্যে লকডাউন চলাকালীন সময়ে কর্মহীন, দুঃস্থ ও সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মাঝে পবিত্র রমজান উপলক্ষে সেহরিতে খাবার বিতরণ করেছেন গাজীপুর সদর উপজেলা ছাত্রলীগ নেতা জনাব দিদারুল ইসলাম সাদ্দাম ।
মঙ্গলবার(২৭ এপ্রিল) দিবাগত রাতে কয়েকজন কর্মী নিয়ে গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় রান্না করা খাবার বিতরণ করেন।
এ সময় দিদারুল ইসলাম সাদ্দাম বলেন, বর্তমান করোনা সংকটে চলমান লকডাউনে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী হিসেবে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
আজকে পবিত্র রমজান মাসে আমরা মাননীয় সংসদ সদস্য গাজীপুর ৩ ইকবাল হোসেন সবুজ ভাইয়ের পক্ষ থেকে এবং কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী কর্মহীন ও শ্রমজীবী মানুষের মধ্যে রান্না করা সেহরির খাবার বিতরণ করেছি। ভবিষ্যতেও এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।’
এ সময় আরো উপস্থিত ছিলেন ভাওয়াল মির্জাপুর কলেজ শাখা এবং গাজীপুর সদর উপজেলা ছাত্রলীগ নেতা জনাব মোঃতারিকুল ইসলাম (মন্ডল), উপস্থিত ছিলেন ভাওয়ালগড় ইউনিয়ন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি মমিন মন্ডল, সাধারন সম্পাদক পারভেজ সিকদার, ভাওয়ালগড় ইউনিয়ন ৬ং ওয়ার্ড শাখা ছাত্রলীগ নেতা সাগর শেখ এবং অন্নান্য নেতাকর্মী।
উপস্থিত ছিলেন ভাওয়ালগড় ইউনিয়ন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি মমিন মন্ডল, সাধারন সম্পাদক পারভেজ সিকদার, ভাওয়ালগড় ইউনিয়ন ৬ং ওয়ার্ড শাখা ছাত্রলীগ নেতা সাগর শেখ এবং অন্নান্য নেতাকর্মী।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com