বরিশাল সিটি কর্পোরেশ নির্বাচন :
খোকন সেরনিয়াবাতের বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্র শুরু
মামুনুর রশীদ নোমানী : বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত।
১৫ এপ্রিল গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
১৫ এপ্রিল খোকন সেরনিয়াবাত বরিশালে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাবার খবর পৌছার পরই সাধারন মানুষের মাঝে আনন্দ উল্লাস ছড়িয়ে পরে। সাধারন মানুষও খুশি হন। হাফ ছেড়ে বেচেঁ গেল বন্দী নগরবাসী।
১৫ এপ্রিলের পরে শুরু হয় বহুমুখী ষড়যন্ত্র :
১.সৎ ভদ্র ও নম্র খোকন সেরনিয়াবাতের বিরুদ্ধে সাদিক পন্থীরা সরাসরি অপপ্রচার শুরু করে।
২.সাদিক পন্থীরা একটি দলের সর্বোচ্চ নেতাকে মেয়র প্রার্থী হিসেবে সমর্থন দিয়ে মাঠে নামায় (সুত্র :যুগান্তর)
৩.বর্তমান মেয়র সাদিকের হালুয়া রুটি, টেন্ডার ,বাজার সদাই ,মোবাইল ফোন, নগদটাকাসহ অন্যান্য সুবিধা নেয়া সাংবাদিকদের মাধ্যমে প্রিন্ট মিডিয়া,অনলাইন মিডিয়া ও টেলিভিশনে কল্প কাহিনী তৈরী করে অপপ্রচার শুরু করে। খোকন সেরনিয়াবাতের বিরুদ্ধে সংবাদ দেখলেই বুঝে যাবেন ওরা কারা।
৪. পহেলা মে খোকন সেরনিয়াবাতের ডাকা মে দিবস অনুষ্ঠানের বিরুদ্ধে পাল্টা সমাবেশ করা।
৫.সাদিকপন্থীরা খোকন সেরনিয়াবাতের বিরুদ্ধে মহড়া দেয়া।
৬.খোকন সেরনিয়াবাতের ভরাডুবির জন্য সাদিকপন্থীদেরকে বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী করা।
৭.খোকন সেরনিয়াবাতের ভরাডুবির জন্য সাদিকপন্থীরা খোকন সেরনিয়াবাতের কাছের মানুষ হওয়ার জন্য ঘুর ঘুর করা। সময় সুযোগমত মোস্তাকের মত বেঈমানী করা।
৮.গোপনে গোপনে খোকন সেরনিয়াবাতের বিরুদ্ধে সাদিকপন্থীরা ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিরোধ গড়ে তোলার জন্য সক্রিয় হয়ে ওঠা।
৯.দীর্ঘদিনের অবহেলিত নিপিড়িত নির্যাতিত আওয়ামীলী,যুবলীগ, ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন নেতা যারা খোকন সেরনিয়াবাতের সমর্থক তাদের বিরুদ্ধে সাদিক থেকে নেয়া হালুয়া রুটি মার্কা সাংবাদিকরা একের পর এক মিথ্যা বানোয়াট ও আজগুবি সংবাদ প্রকাশ করে এসব নেতাদের বিতর্কিত করার চেষ্টা করে যাচ্ছে।
১০.খোকন সেরনিয়াবাতের কর্মকান্ড যেসব সাংবাদিকরা তুলে ধরছেন তাদেরকে হুমকি দিয়ে থামানোর চেস্টা করা।
১১.খোকন সেরনিয়াবাত সমর্থক কাউন্সিলর প্রার্থীদের সমর্থকদের প্রকাশ্যে হুমকি দেয়াসহ বহুমুখী ষড়যন্ত্র চলছে।
সাধারন মানুষ খোকন সেরনিয়াবাতকে গ্রহন করায় মেনে নিতে পারেরি ওরা। সাধারন ভোটাররা জানিয়েছেন,বরিশাল সিটিতে এখন সমস্যা পাহাড়সম। এ পাহাড়সম সমস্যা সমাধানে নগরীর উন্নয়নের জন্য খোকন সেরনিয়াবাতের বিকল্প নাই। এসব সাধারন ভোটাররা ১২ জুন খোকন সেরনিয়াবাতকে ভোট দিয়ে বিজয়ী করবে।
দলমত নির্বিশেষে খোকন সেরনিয়াবাতকেই বিজয়ী করবে বরিশাল নগরবাসী এমনটাই জানিয়েছেন সচেতন নাগরিকরা। তারা জানিয়েছেন খোকন হারলে বরিশাল হেরে যাবে। জয়ী হলে বরিশালসহ গোটা দক্ষিনাঞ্চল জয়ী হবে।
লেখক : সম্পাদক ও প্রকাশক :বরিশাল খবর।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com