প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৯:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৩, ২০২০, ২:২৪ অপরাহ্ণ
কোনো কর্মী করোনায় আক্রান্ত হলে চিকিৎসার ব্যয় ব্যাংকের
অর্থনৈতিক রিপোর্টার : সারা দেশে সাধারণ ছুটি চললেও জরুরি সেবা বিবেচনায় খোলা রাখা হয়েছে দেশের ব্যাংকগুলো। এতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারিদের করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে। এরই মধ্যে কয়েকজন কর্মকর্তা করোনায় আক্রান্ত হওয়ায় আতঙ্ক বাড়ছে ব্যাংক কর্মীদের মধ্যে। ক্রমবর্ধমান এ উদ্বেগের মধ্যে ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বিএবি ঘোষণা দিয়েছে, দায়িত্ব পালন করতে গিয়ে কোনো ব্যাংক-কর্মী করোনায় আক্রান্ত হলে সংশ্লিষ্ট ব্যাংক তার চিকিৎসার সব ব্যয় বহন করবে। রোববার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) এই ঘোষণা দিয়েছে।
বিএবি নির্বাহী কমিটির এক জরুরি সভায় নেয়া এক সিদ্ধান্তের প্রেক্ষিতে এই ঘোষণা দেয়া হয়েছে। টেলিকনফারেন্সের মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়। বিএবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপিতে বলা হয়, জীবনের ঝুঁকি নিয়ে দেশের বর্তমান পরিস্থিতিতে দেশের অর্থনীতিকে সচল রাখতে যেসব বেসরকারি ব্যাংক কর্মকর্তা সরকারের অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর মতোই নিজেদের দেশ ও জনগণের সেবায় নিয়োজিত রেখেছেন নিঃসন্দেহে তাদের এ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মানবিক। এ সময়ে কর্মরত ব্যাংক কর্মকর্তাদের যে কোনো অসুস্থতা বা তাদের কেউ কভিড-১৯ এ আক্রান্ত হলে প্রত্যেকটি ব্যাংক তাদের স্ব স্ব কর্মকর্তার সম্পূর্ণ চিকিৎসার ব্যয় বহন করবে। এছাড়াও সংক্রমিত হয়ে কারো কোনো দুর্ঘটনা হলে সংশ্লিষ্ট ব্যাংক ওই কর্মকর্তার পরিবারকে সর্বোচ্চ সহযোগিতা দেবে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669