আব্দুল্লাহ বাশার, ঝিনাইদহ:
জাতীয় শিক্ষা সপ্তাহের সম্মাননার ৫ টি ক্রেস্ট একাই জিতে নিলেন অহনা বিশ্বাস (১৩)। সে কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী।
বুধবার উপজেলা মিলনায়তন থেকে অতিথিবৃন্দের কাছ থেকে ক্রেস্ট গ্রহন করেন সে।
জানা যায়, গত ১৮ মে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন ইভেন্টের আয়োজন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। ইভেন্টগুলোর মধ্যে অহনা অংশ গ্রহন করেন ৫ টিতে।
এরমধ্যে রবীন্দ্র সংগীতে (প্রথম) উচ্চাঙ্গ সংগীত (প্রথম), লোক নৃত্য (প্রথম) ,জারিগান (প্রথম) ও শ্রেষ্ট শিক্ষার্থী হয়েছেন সে। ওই ইভেন্ট গুলোয় অংশ গ্রহন করেন উপজেলার ১১ টি স্কুল ও ৩ টি কলেজের ছাত্র /ছাত্রীরা। বুধবার ছিল বিজয়িদের মধ্যে পুরস্কার বিতরনের অনুষ্ঠানিকতা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলার নির্বাহী অফিসার দেলোয়ার হোসেন। ঔ অনুষ্ঠানে ভুলে ভরা ক্রেস্ট উপহার হিসেবে দেওয়া নিয়ে বেশ মুখরোচক আলোচনায় পরিণত হয় উপজেলাজুড়ে মাধ্যমিক শিক্ষা অফিসার রতন মিয়।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com