মামুনুর রশীদ নোমানী : বিশ্বজুড়ে এখন একটাই ইস্যু " করোনা "। কোন দেশ নেই যেখানে এ মহামারি করোনা হানা দেয়নি। সব প্লান ভেস্তে গেছে। সেই বিশ্ব আর আজকের এই বিশ্ব এখন এক নয়। ভাবনাকে ভাবিয়ে তুলছে। নুতন করে ভাবতে হচ্ছে। আমাদের সৃষ্টিকর্তা বানিয়ে ছিল ইবাদত করার জন্য। আর আমরা ইবাদত রেখে ইবাদতের সরঞ্জাম নিয়ে ব্যস্ত ছিলাম। ভুলে গেছিলাম সৃষ্টিকর্তাকে। আমরা ডুব দিয়েছিলাম অন্যায় আর অপরাধের সাগরে। আমাদের টেনে আনার কেউ ছিলনা। ভুলেই গেলাম বেমালুম। আল্লাহ পাঠিয়ে দিলেন এক মহামারিকে। আমরা এই মহামারির নাম দিলাম "করোনা "নামে। যুগে যুগে মহামারি আসে ব্যালেন্স করার জন্য। যখন মানুষের অপকর্ম,অন্যায়, অবিচার,হিংসা,দেমাগ,নিপিড়ন নির্যাতন অস্বাভাবিক হারে বেড়ে যায়। মাত্রা অতিক্রম করে তখন আল্লাহ্ সুবহানু তায়ালা এমন এক মাহামারি পাঠিয়ে দেন যাতে মানুষ বুঝতে সক্ষম হয় যে,একজন সৃষ্টিকর্তা রয়েছেন। তিনি দেখেন সব কিছু। মহামারি কখনো প্লেগ নামে। কখনো হাম। কখনো গুটি বসন্ত। কখনো কলেরা বা ডায়েরীয়া নামে এসেছে। আল্লাহ প্রদত্ত এই মহামারি ২০১৯ সালের ডিসেম্বরে এসেছে চিনের উহান নামক স্থানে। আস্তে আস্তে ছড়িয়ে পরে গোটা পৃথিবীতে। এর বাইরেও নয় আমরা। শহর থেকে গ্রামে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস করোনা। আমাদের সকলের কাছে এখন একটি আতংকের নাম করোনা ভাইরাস। আমরা এই মহামারির মাঝে আতংক নিয়ে বাস করলেও করে যাচ্ছি প্রতিনিয়ত অন্যায় কর্ম। আমরা বাদ দেই নাই ঘুষ। প্রতিদিন অসায়দের ওপর জুলুম অত্যাচার ও নিপিড়ন করে যাচ্ছি। সরকারি ত্রান লুটপাট করে খাচ্ছি। ত্রানের পন্য নিজঘরে গুদামজাত করছে। কতিপয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের বিরুদ্ধ ত্রানের চাল,তেল বিক্রির অভিযোগ দীর্ঘদিনের। ইতিমধ্য এসব অভিযোগে দোষীদের বরখাস্ত করেছে সরকার। আমরা কোন শিক্ষা গ্রহন করতে পারি নাই। আমাদের স্বভাব আগেরটাই রয়ে গেছে। আমরা আশা করবো সবাই আমাদের স্বভাবটা পাল্টাই। সৎ হই। সৃষ্টিকর্তার হুকুম মানলে মহামারি থেকে পরিত্রান পাবো। যদি না পাল্টাই তাহলে এ মহামারি থাকবে যুগ যুগ। লড়তে হবে সকলকে। আমাদের চিন্তার জগত বদলাতে হবে। আসুন সকলে সচেতন হই। অন্যকে বাঁচাতে সহযোগীতা করুন। (চলবে)
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com