মোঃ জহিরুল ইসলাম,কুয়াকাটাঃ একের পর এক ভেসে আসছে মৃত ডলফিন মাত্র ১১ দিনের ব্যবধানে কুয়কাটা সমুদ্র সৈকতে ১২ ফুট ও ৬ ফুট দৈর্ঘ্যর দুটি মৃত ইরাবতী ডলফিন সাথে রাজ কাকড়াও ভেসে আসছে।
কুয়াকাটার স্থানীয়রা জানান, ডলফিন দুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে জেলেদের জালে আঘাপ্রাপ্ত হয়ে ডলফিন দুটি মারা গেছে। তবে রাজ কাকড়ার শরীরের কোথাও আঘাতের কোন চিহ্ন লক্ষ করা যায়নি।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, ডলফিন দুটির নমুনা সংগ্রহ করা হবে এবং কাকড়াটির কি কারনে মৃত্যু হয়েছে সেটাও খতিয়ে দেখা হবে। এর আগে গত ৯ আগষ্ট সৈকতের কম্পিউটার সেন্টার পয়েন্টে ইরাবতী ও হ্যামব্যাক প্রাজাতির ৮ ফুট দৈর্ঘ্যের দুটি মৃত ডলফিন ভেসে আসে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com