নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া :
পটুয়াখালীর কুয়াকাটা পৌর বিএনপির কার্যালয়ে হামলা চালানো হয়েছে। রবিবার (২৯ আগস্ট) রাতে ছাত্র লীগের ও যুবলীগের একটি মিছিল থেকে সিকদার সড়কের বিএনপি কার্যালয়ে হামলা চালানো হয় বলে বিএনপি নেতা আব্দুল আজিজ মুসল্লী অভিযোগ করেন।
তিনি জানান এছাড়া বিএনপি সমর্থক সোহাগের ওষুধের দোকানে হামলা চালানো হয়। এ সময় ওই দোকানে অবস্থান করা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমানকে বেধড়ক মারধর করা হয়। তাকে কুয়াকাটা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
তবে কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক মোল্লা জানান, সন্ত্রাসী কোন কাজের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মী জড়িত নয়। মিথ্যা অভিযোগ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com