অনলাইন ডেস্ক ::- বরিশালে নিয়ন্ত্রণহীণ কুরবানির গরুকে ধরতে গিয়ে পিলারের সঙ্গে ধাক্কা লেগে জাহাঙ্গীর হোসেন নামে এক ওষুধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার সকালে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকায় এই ঘটনা ঘটে। মৃত জাহাঙ্গীর হোসেন রহমতপুর বাজারের ওষুধ ব্যবসায়ী এবং ওই এলাকারই বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজ শেষে গরুটিকে কুরবানির জন্য নির্দিষ্ট স্থানে নিয়ে যেতে চেয়েছিলেন জাহাঙ্গীর হোসেন। এসময় হঠাৎ গরুটি বেপরোয়া ভাবে দৌড় দিলে গরুটিকে নিয়ন্ত্রণ করতে দড়ি ধরেন তিনি। কিন্তু নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে সীমানা পিলারে ধাক্কা খান জাহাঙ্গীর। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তেই লুটিয়ে পড়েন রাস্তায়।
ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার করে তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারান জাহাঙ্গীর হোসেন।
স্থানীয় আরিফ বলেন, জাহাঙ্গীর হোসেন এর আগেও দুইবার হার্ট অ্যাটাক করেছিলেন। অনেক আগে থেকেই হৃদরোগে ভুগছিলেন তিনি।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com