আব্দুল্লাহ বাশার, ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার পাতিবিলা এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২০০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে। কালীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ আব্দুর রহিম মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পুলিশের একটি চৌকস দল উপজেলা পাতিবিলা এলাকার সাদিয়া ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে ওলিয়ার রহমান (৩৫) পিতা, মৃত আমজাদ আলী মন্ডল, দয়াপুর শিপন হোসেন (৩০) পিতা, শহিদুল ইসলাম খামার মুন্দিয়া দুই মাদক ব্যবসায়ীকে আটক করে উভয়ের বাড়ি কালীগঞ্জ। এসময় তাদের কাছ থেকে ১২০০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com