প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৪, ১:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৩০, ২০২১, ১২:২৫ পূর্বাহ্ণ
কারখানা খুলে দেয়া এবং বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ সমাবেশ
প্রেস বিজ্ঞপ্তি অবিলম্বে কাউনিয়া খান সন্স টেক্সটাইল খুলে দেয়া এবং ১৮ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে সকাল ১১.৩০ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কারখানার শতাধিক শ্রমিক।
নেতৃবৃন্দ বলেন, ৪ দিন বন্ধের কথা বলে ১৮ মাস থেকে এই কারখানা বন্ধ করা হয়েছে। এই কারখানার পরে বন্ধ হওয়া একই মালিকের সোনারগাঁ টেক্সটাইল খুলে দেয়া হয়েছে, শ্রমিকদের বকেয়া বেতন দেয়া হয়েছে। কিন্তু ১৮ মাস থেকে বন্ধ থাকার পরও কারখানা খোলা বা বকেয়া বেতন দেয়ার বিষয়ে মালিকপক্ষ কোন আলোচনায় করছে না। ফলে কারখানার প্রায় পাঁচশতাধিক শ্রমিক মানবেতর জীবন যাপন করছে।
তাই অবিলম্বে কারখানা খুলে দেয়া এবং বকেয়া বেতন পরিশোধ না করা হলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেন নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669