আবু সায়েম আকনঃ
ঝালকাঠির কাঠালিয়ায় এক গ্রাম পুলিশের বিরুদ্ধে তার বিভিন্ন অপকর্মের অভিযোগে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী।
বুধবার সকাল ১০টায় উপজেলার ঘোষেরহাট বাজারে আমুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মোঃ বাবুল মোল্লার বিরুদ্ধে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলার আমুয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মোঃ বাবুল মোল্লার বিরুদ্ধে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
তার বিরুদ্ধে ওয়ারিশ সার্টিফিকেট, জন্ম ও মৃত্যু সনদে অনিয়ম, বে-আইনি ভাবে অন্যের জমি দখল, জেলেদের মাছ ধরার সরঞ্জাম আটকে রেখে চাঁদাদাবীসহ বিভিন্ন অপর্কমের অভিযোগ উল্লেখ করেন মানববন্ধনের বক্তারা।
এ সময় বক্তব্য রাখেন, মোঃ মতলেব সরদার, মোঃ জাহাঙ্গীর হাওলাদার, মোঃ খলিলুর রহমান, মোঃ ফুল মিয়া মল্লিক, মোঃ ছত্তার হাওলাদার, মোঃ নজরুল ইসলাম ও মোসাঃ মনিজা বেগমসহ আরো অনেকে। বক্তারা গ্রাম পুলিশ মোঃ বাবুল মোল্লার অন্যায় অত্যাচার থেকে রেহাই পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com