কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় উদ্বোধনের দশ মাস পেরিয়ে গেলেও চালু হয়নি মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র। আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে কেন্দ্রটিতে। কিন্তু উপকূলীয় হাজার হাজার জেলে ও মৎস্য ব্যবসায়ীদের কাজে আসছে না এটি। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২১ সালের ২০শে সেপ্টেম্বর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম মহিপুর ও আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্র দু’টি উদ্বোধন করেন। মহাসড়কের সঙ্গে মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের ১৯৮০ মিটার সংযোগ সড়কটি নির্মাণাধীন থাকার কারণে কেন্দ্রটি চালু হতে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছিলেন কর্তৃপক্ষ। ২ কোটি ৭১ লাখ ৯৭ হাজার ৭শ’ ৮৭ টাকা ব্যয়ে ১৯৮০ মিটার সংযোগ সড়কটির নির্মাণ কাজও শেষ হয়েছে প্রায় তিন মাসেরও অধিক সময়। তারপরও চালু হয়নি মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রটি। এদিকে উদ্বোধনের পরও চালু না হওয়ায় লাভবান হচ্ছে মুষ্টিমেয় কিছু মৎস্য মার্কেট মালিক ও পাইকারি বাজার সিন্ডিকেট ব্যবসায়ীরা। সিন্ডিকেটের মাধ্যমে তারা মাছের দাম কমিয়ে দেয়। তাই জেলেদের বাধ্য হয়ে সেই কম দামেই মাছ বিক্রি করতে হয় বলে অভিযোগ অনেকের।
বিজ্ঞাপন
সরজমিন দেখা যায়, মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে ১০ হাজার স্কয়ার ফিটের আইসপ্লান্ট, মাছ ট্রলার থেকে নামানোর জন্য নির্মাণ করা হয়েছে উন্নতমানের পন্টুন ও গ্যাংওয়ে, ১ হাজার স্কয়ার ফিটের ওয়াকশন সেড, মাছ প্যাকেজিং করার জন্য আলাদা প্যাকেজিং সেট, আড়ৎদারের জন্য অফিস রুম, আধুনিক স্যানিটেশন ও পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা। এছাড়াও মাছ পরিবহনের জন্য তৈরি করা হয়েছে সাত হাজার স্কয়ার ফিটের ট্রাক স্ট্যান্ড। এ বিষয়ে মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক মো. শাকিল আহম্মেদ বলেন, মৎস্য ব্যসায়ীদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত জায়গা ও পন্টুন হয়নি বলে অভিযোগ করেন মহিপুর মৎস্য ব্যবসায়ীরা। তিনি আরও বলেন, মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রটিতে মাত্র ৪০ জন ব্যবসয়ী ব্যবসা করতে পারবেন। মহিপুরে শতাধিক মৎস্য ব্যবসায়ী রয়েছেন। এ ব্যাপারে গত ২৮শে জুন মৎস্য ব্যবসায়ীদের সঙ্গে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকতারা তাদের অভিযোগ আমলে নিয়ে এই সমস্যা দ্রুত সমাধান করে মৎস্য অবতরণ কেন্দ্রটি চালু করবেন।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com