প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ১:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৮, ২০২৩, ৮:০৩ অপরাহ্ণ
কাউন্সিলর প্রার্থী জিয়ার নির্বাচনী প্রচারনায় বাধাঁ দেয়ায় রিটার্নিং অফিসার ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ
স্টাফ রিপোর্টার: বরিশার সিটি কর্পোরেশন নির্বাচনে নগরীর এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মারুফ আহমেদ জিয়া ২৮ মে রিটার্নিং অফিসার ও বরিশালের পুলিশ কমিশনার দফতরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়,২৬ মে দুপুর দুইটা ত্রিস মিনিটের সময় চাদঁমারী মাদ্রাসা সড়ক বঙ্গবন্ধু কলোনীতে আমি ও আমার ভোটাররা প্রচারকালে পুর্বপরিকল্পিবভ ভাবে মোঃ মুজিবুর রহমান ও তার সাথে থাকা ৫০-৬০জন সন্ত্রাসী হামলা করে। এসময় তাদের হাতে রড,বাশঁ ও লাঠি ছিল। সন্ত্রাসীদের মধ্য ফারুক হাওলাদার,আল আমিন,খোকন হাওলাদার,সাইদুল,রশিদ পালোয়ান,বাদল খা,রফিক হাওলাদার,রাব্বি,,রুমা,লাইলি,সনিয়া,নার্গিস সক্রিয়ভাবে হামলা করে।
সন্ত্রাসীদের হামলায় সৌরভ,বাহার,ইমরান,দোলন,আবির,রারাসহ অসংখ্য ভোটার আহত হয়। আহতরা শেরেবাংলা মেডিকেল করেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছে। কাউন্সলর প্রার্থী মারুফ আহমেদ জিয়া তিনি কাউন্সিলর প্রার্থী মজিবুর রহমান রহমানসহ সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানান।
এ ব্যাপারে জিয়া বলেন,সন্ত্রাসীদের হামরার কারনে এখন আতৃক ও ভীত সন্ত্রস্ত হয়ে প্রচারনা করতেছি।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669