বিশেষ সংবাদদাতা : পিরোজপুর জেলার কাউখালীতে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠেছে। ঘটনাটি স্থানীয় ভাবে সমালোচনার ঝড় তুলছে।দায়ীদের আইনের আওতায় আনার জন্য দাবী করেছেন সচেতন মহল। কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানালেন উপজেলা নির্বাহী অফিসার।
কাউখালী উপজেলার ৬৫ নং গোশনতারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পতাকার অবমাননার ঘটনা ঘটেছে।
জানা যায়, রোববার ৯ সেপ্টেম্বর'২২ তারিখ পবিত্র ইদে মিলাদুন্নবী উপলক্ষে ৬৫ নং গোশনতারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আয়োজন করা হয় অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে সকলে চলে যায়। সকালে জাতীয় পতাকা টানানো হলেও সন্ধ্যা পর্যন্ত জাতীয় পতাকা নামানো হয়নি। স্থানীয় লোকজনের নজরে আসলে বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। পরে রাত পৌনে ৭টার দিকে একজন এসে স্কুলের পতাকা নামিয়েছে। জাতীয় পতাকাটিতে রয়েছে অসংখ্য ভাজ। বিদ্যালয়টিকে প্রায়ই এরকম ভাবে জাতীয় পতাকার অবমাননা করা হয়।
স্থানীয় একজন জানান, দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধে ত্রিশ লাখ শহীদের পবিত্র রক্ত ও তিন লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত লাল সবুজের পতাকা ৬৫ নং গোশনতারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এভাবে অবমাননা দুঃখজনক।
তারা বলেন , শিক্ষিত সরকারি চাকুরিজীবী হয়েও কিভাবে এমন কাজ করে তা আমাদের বোধগম্য হচ্ছে না। জাতীয় পতাকার এমন অবমাননা যারা করে তাদের বিরুদ্ধে অবশ্যই রাষ্ট্রীয়ভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন বলেন, এটা খুবই দুঃখজনক এবং আপত্তিকর। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।
জাতীয় পতাকা অবমাননা প্রসঙ্গে বরিশাল বারের আইনজীবী এ্যাড. মুহাম্মদ শাহে আলম জানান, জাতীয় পতাকা অবমাননা রাষ্ট্রদোহীতার শামিল। জাতীয় পতাকার অবমাননায় সর্বোচ্চ ২ বছর পর্যন্ত শাস্তি এবং ১০ হাজার টাকা অর্থদণ্ডের বিধান রয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হাকিম বলেন বিষয়টি দুঃখজনক। বিষয়টি দেখার জন্য এটিও কে বলতেছি। যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।
এ ব্যাপারে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ খালেদা খাতুন রেখা বলেন যথাযথ ব্যবস্থা নেয়া হবে দায়ীদের বিরুদ্ধে।
৬৫ নং গোশনতারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাফিয়া সুলতানা এ ব্যাপারে বলেন,আমি একটি অনুষ্ঠানে ব্যস্ত ছিলাম। একজন শিক্ষককে দ্বায়িত্ব দিয়েছিলাম। হয়তো ভুলে সময়মত নামায়নি। তিনি নিউজটি প্রকাশ না করার জন্য অনুরোধ জানান।
নোট : ৬৫ নং গোশনতারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের টানানো জাতীয় পতাকার ছবি রাত পৌনে ৭ টায় টর্চ লাইট জ্বালিয়ে তোলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com