বরিশাল খবর: নিজের মধ্যে এমন কোনো গুনাহ যদি থেকে থাকে যা আপনি ও আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না অথবা প্রকাশ্যে কোনো কবিরা গুনাহের সাথে যদি আপনি জড়িয়ে থাকেন অথবা কোনো হারামের সাথে যদি যুক্ত থাকেন তাহলে আজই আল্লাহর কাছে নিজেকে সঁপে দিয়ে খালেসভাবে ইস্তেগফার (তাওবা) করুন এবং আল্লাহর কাছে ওয়াদা করুন এই দুরারোগ্য ব্যাধী থেকে আপনি মুক্তি পেলে যতদিন বেঁচে থাকবেন ততদিন ঐ গুনাহের সাথে আর লিপ্ত হবেন না ইনশাআল্লাহ ।
২. এমন কোনো গুনাহ যদি আপনার মধ্যে না থাকে তাহলে খেয়াল করুন, আল্লাহর কোন ফরজ, ওয়াজিব ও নবীর সুন্নাহ এবাদত পালনে আপনার মধ্য ঘাটতি আছে কি না? যদি থেকে থাকে তাহলে আজ থেকেই ইবাদতের সেই দুর্বলতাসমূহ কাটিয়ে তুলুন। আল্লাহর ইবাদতে একনিষ্ঠভাবে নিজেকে যুক্ত করুন।
আর নিম্নের দোয়াগুলো বেশি বেশি পাঠ করুন
০১। প্রতি ওয়াক্ত ফরজ নামাজের পর আল্লাহুমা ইন্নি আউযুবিকা মিনাল বারসি,ওয়াল জুনুনি,ওয়াল জুযামি, ওয়া মিন সাইয়্যিয়িল আসক্বম এই দোয়াটি পাঠ করুন।
০২। প্রতিদিন সুরা ফাতিহা ০৭ বার, সুরা ইখলাস ০৩ বার, সুরা ফালাক ০১ বার, সূরা কাফিরুন ০১বার এবং সুরা নাস ০১ বার পাঠ করে এক গ্লাস পানিতে ফু দিয়ে সেই পানি পান করুন ও সারা শরীরে ফু দিন ।
৪. প্রতি ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করুণ ও সারা শরিরে ফু দিন।
৫. প্রতিদিন কমপক্ষে ২ রাকায়াত নফল নামাজ পড়ে কায়মনোবাক্যে এই ত্যাগের বিনিময়ে আল্লাহর কাছে নিজের প্রাণ ভিক্ষা চান।
যারা করোনায় আক্রান্ত হয়েছেন তারা এই আমলটি করতে থাকুন। সেই সাথে সুন্নাতি নিয়ম অনুযায়ী ডাক্তারের সকল পরামর্শগুলো ফলো করুন। আল্লাহ চাহেনতো করোনা রুগী সুস্থ হয়ে বাসায় ফিরলেও ফিরতে পারে ইনশাআল্লাহ।
যারা আল্লাহর অশেষ করুনায় এখনো ভাল আছেন তারা এই আমলটি করলে আল্লাহ চাহেনতো আপনি করোনায় আক্রান্ত নাও হতে পারেন ইনশাআল্লাহ ।
বিঃদ্রঃ এই অভিমতটি কুরআন ও হাদিস থেকে গবেষণালব্ধ আমার একান্ত নিজের অভিজ্ঞতা থেকে লিখলাম। আপনারা আমল করে দেখতে পারেন। কোনো করোনা রুগীর কাছেও এ আমলটি পৌছে দিতে পারেন। আল্লাহ তায়ালা আমাদের উপর রহম করলেও করতে পারেন ইনশাআল্লাহ ।
মহান আল্লাহর একান্ত করুণা কামনায়ঃ
ডাঃ হাফেজ মাওলানা মোঃ সাইফুল্লাহ মানসুর
চেয়ারম্যান, সোশ্যাল মিডিয়া দাওয়াতুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com