ভোলা প্রতিনিধি:
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ভোলা জেলার দৌলতখান পৌরসভা এবং বোরহানউদ্দিন উপজেলা শাখার কমিটি গঠনে চরম অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং বিভাজন সৃষ্টির অভিযোগ এনে দৌলতখান পৌর স্বেচ্ছাসেবক দলের ১০ নেতাকর্মী এবং বোরহানউদ্দিন উপজেলা শাখার ১০ নেতাকর্মী পদত্যাগ করেছেন। দৌলতখান পৌরসভা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ২৭-০৬-২০২১ ইং তারিখে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি /সম্পাদক বরাবর পদত্যাগ পত্র জমা দেন এবং তার অনুলিপি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিভিন্ন দপ্তরে পাঠিয়েছেন।
পদত্যাগ পত্র থেকে জানা গেছে ,বিগত ৮/৬/২০২১ ইং তারিখে দৌলতখানে স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা দেন জেলা স্বেচ্ছাসেবক দল। বর্তমান কমিটিতে মোসলেউদ্দিন কে আহ্বায়ক এবং জামাল উদ্দিনকে সদস্য সচিব করা হয়েছে। কিন্তু পরিতাপের বিষয়, এই কমিটি গঠনের ইতিপূর্বে বিগত ১৫/১১/ ২০২০ ইং তারিখে পূর্বের কমিটির সাথে যোগাযোগ ছাড়া তারা নিজেরাই সাংগঠনিক নিয়ম-নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কমিটি সাজিয়ে নিজেদেরকে আহ্বায়ক ও সদস্য সচিব করে কমিটি ঘোষণা দিয়েছে। ওই কমিটিতে বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি হাফিজ ইব্রাহিম দেখিলাম লিখে স্বাক্ষর করেছেন। তাদের স্বঘোষিত কমিটির বিরুদ্ধে পূর্বের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান ফিরোজ জেলা সভাপতি / সম্পাদকের কাছে অভিযোগ করলে তারা ঐ কমিটি ভুয়া এবং অবৈধ ঘোষণা করে পূর্বের কমিটি বহাল রাখেন। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক সংগঠন পুনর্গঠন প্রাক্কালে বিভাগীয় ও জেলা পর্যায়ে সাংগঠনিক টিম গঠন করা হয়েছে। সাংগঠনিক টিম গত ১৪/ ১২/ ২০২০ ইং তারিখে ভোলায় সম্মেলনের মাধ্যমে দৌলতখান স্বেচ্ছাসেবক দলের অতীত এবং বর্তমানদের কর্ম যোগ্যতা সহ নানাবিধ কর্মকাণ্ড যাচাই-বাছাইকালে একই অভিযোগ সাংগঠনিক টিমের সম্মেলনে উপস্থাপন হলে নেতৃবৃন্দ কমিটি ভুয়া এবং বাতিল ঘোষণা করেন। দলের স্বার্থে তারা তারেক রহমানের নির্দেশনা মোতাবেক সঠিকভাবে কমিটি গঠনের আশ্বাসও দিয়ে গেছেন। কিন্তু ঢাকায় গিয়ে অদৃশ্য কারণে তারা তারেক রহমানের সাংগঠনিক নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অগণতান্ত্রিক প্রক্রিয়ায় ওই স্বঘোষিত কমিটি অনুমোদনের জন্য জেলা নেতাদের নির্দেশ দিয়ে কমিটি ঘোষণা করেন। অথচ তারা দুজনেই স্বেচ্ছাসেবক দলের সংগঠন এবং হামলা-মামলার সাথেও জড়িত ছিল না ।বিগত সময়ে জামাল উদ্দিন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এবং মাহবুবুর রহমান ফিরোজ সাংগঠনিক সম্পাদকের পদে থেকে স্বৈরাচারী সরকারের বারবার হামলা মামলা জেল জুলুম নির্যাতন নিপীড়ন মোকাবেলা করে দায়িত্ব পালন করেছেন। কমিটিতে তাদের ত্যাগ, শ্রম যোগ্যতাকে অবমূল্যায়ন করে গঠনতন্ত্র পরিপন্থি কমিটি ঘোষণা দেওয়ায় দলের মধ্যে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। তথাকথিত এই কমিটিতে তাদেরকে যুগ্ম আহ্বায়ক পদ দিয়ে তাদের শ্রম, যোগ্যতাকে অবমূল্যায়ন করে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে। তাই তারা বাধ্য হয়ে স্বেচ্ছাসেবক দলের বর্তমান কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন,
মোঃ জামাল উদ্দিন যুগ্ম আহ্বায়ক , মাহবুবুর রহমান ফিরোজ যুগ্ম আহ্বায়ক , দুলাল যুগ্ম আহ্বায়ক , জিয়াউদ্দিন যুগ্ম আহ্বায়ক , ফগলু পাটোয়ারী সদস্য, হারুন হাওলাদার সদস্য ,রানা সদস্য , রাজিব সদস্য ,নুরুদ্দিন সদস্য ,হারুন সদস্য। এদিকে একই অভিযোগে ১০/০৬/২০২১ ইং তারিখে বোরহান উদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১০ নেতাকর্মীও পদত্যাগ করেছেন।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com