সোমবার (১৪ মার্চ) রাত ৯টা ৪৫ মিনিটে হাদিসুরের মরদেহ বহনকারী ফ্রিজারভ্যানটি বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের কদমতলা গ্রামে নিজের বাড়িতে পৌঁছায়। এসময় কান্নায় ভেঙে পড়েন তার পরিবারের সদস্য ও স্বজনরা।
হাদিসুরের ফুফাতো ভাই আশরাফুল ইসলাম লিটন বলেন, ‘মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১০টায় চেয়ারম্যান বাড়ির মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।’
এর আগে, দুপুর ১২টা ৫ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় হাদিসুরের নিথর দেহ।
উল্লেখ্য, গত ২ মার্চ এমভি বাংলার সমৃদ্ধি জাহাজে রকেট হামলার ঘটনা ঘটে। এতে বিস্ফোরণে মারা যান জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669