অনলাইন ডেস্ক
মুন্সীগঞ্জ সদর উপজেলায় ঘটে গেল এক অভাবনীয় ঘটনা। বিয়ে একজনের; আর বর সেজে কনের বাড়িতে হাজির ৭০ জন। শুনতে অবাক লাগলেও এমন ঘটনায় ঘটেছে। অবশ্য, এটি বিব্রতকর কোনো ঘটনা নয়। বিয়েকে আনন্দমুখর আর স্মরণীয় করতে এমন আয়োজন বরের বন্ধুদের। ভিন্ন রকম এক বিয়েতে সামিল হয়ে উল্লাসিত সবাই।
শুক্রবার (৬ জানুয়ারি) মুন্সীগঞ্জ সদরের ধলাগাঁও এলাকায় ঘটে এমন ঘটনা। জেলার টঙ্গীবাড়ি উপজেলার বেতকা এলাকার তারেক আজিজ রাজনের সঙ্গে স্থানীয় আমেনা আক্তার স্বর্ণালির বিয়েকে স্মরণীয় করতে এমন কাণ্ড ঘটিয়েছে বরের বন্ধুরা।
বরযাত্রীর বাইকের বহরে সবাই শেরওয়ানি-পাগড়ি পরে বর সেজে একসঙ্গে ৭০ জন হাজির কনে বাড়িতে। গেট আটকে বিপাকে কনে পক্ষ। কে আসল বর নেই বুঝার উপায়। আমার বিয়ে, আমার বিয়ে স্লোগান সবার।
এতে দিনভর উল্লাসিত থাকে বিয়ে বাড়ি। এক বরযাত্রীতে এতো বর দেখে অবাক কনে বাড়ির লোকজনসহ আগত অতিথিরা। আর এতে আনন্দের মাত্রা বেড়ে যায় বহুগুণ। নতুন জীবনে সবার কাছে দোয়া চেয়েছেন নব দম্পতি।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com