বরিশাল খবর ডেস্কঃ বরিশাল-ঢাকা এমভি কুয়াকাটা-২ লঞ্চে এক সৌদি প্রবাসী যাত্রীর বদ্ধ কেবিন থেকে ষাট হাজার টাকা চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ৬ তারিখ রোববার ভোর রাতে এ ঘটনা ঘটে।
যাত্রী মোঃ জাকির হোসেন(৪৯) এই প্রতিনিধিকে বলেন, তিনি শনিবার রাত ৮টায় ঢাকা সদর ঘাট স্টেশন থেকে এমভি কুয়াকাটা-২ লঞ্চে উঠে তৃতীয় তলায় ৩০৫, ৩০৬ ও ৩০৭নম্বর কেবিনে বরিশাল আসচ্ছিলেন। ৩০৫ কেবিনে রাতে ঘুমানোর জন্য তিনি কেবিন বদ্ধ করে ঘুমিয়ে যান। সকাল বেলা দেখেন ভেতরে জামার পকেটে রাখা ৬০ হাজার নেই। এরপর তিনি লঞ্চ কর্তৃপক্ষকে বিষয়টি জানান। কিন্তু লঞ্চের নিরাপত্তা কর্মী এবং কেবিনের সার্ভিস স্টাফরা উল্টা জাকির হোসেনকেই অভিযুক্ত করছেন বলে তিনি জানান।
সৌদি প্রবাসী জাকির হোসেন প্রায় ১৪ বছর ধরে সৌদি আরবে থেকে তৈল কম্পানিতে চাকুরী করছেন। তার বাড়ি মেহেন্দীগঞ্জ পৌর শহরের অম্বিকাপুর।
এ ব্যাপারে লঞ্চের কতৃপক্ষ বলেন, বিষয়টি তাদেরকেও বিষ্মিত করেছে। খোয়া যাওয়া টাকা উদ্ধারের জন্য তারা আপ্রাণ চেষ্টা করেন এবং উভয় পক্ষকে তল্লাশী চালিয়েও উদ্ধার করতে পারেননি।
লঞ্চের তৃতীয় তলার অন্য কেবিনে ওই যাত্রীর সঙ্গে বরিশাল আসচ্ছিলেন তার এক আত্মীয় বলেন, লঞ্চের কেবিন বয়দের মাধ্যমেই চুরি হতে পারে। তা নাহলে কেবিন বদ্ধ অবস্থায় কোনভাবেই চুরি হতে পারে না। এ ঘটনায় লঞ্চ কর্তৃপক্ষ কাছে সিসি ক্যামেরার ফুটেজ দেখিতে চাহিলে তাহারা আমাদের উহা দেখান নাই। উল্টা তাদেরকে দায়ী করেন।
এরপর রবিবার সকালে লঞ্চ থেকে নেমে বরিশাল কোতোয়ালী মডেল থানায় সাধারণ ডায়রি করেন।
বরিশাল কোতয়ালী মডেল থানার সাব-ইন্সপেক্টর তানজির বলেন, তারা থানায় অভিযোগ দিয়েছেন বিষয়টি খতিয়ে দেখছি ।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com