ব্রিগেডিয়ার জেনারেল থেকে সম্প্রতি মেজর জেনারেল হিসেবে পদোন্নতি পাওয়া জিয়াউল আহসানকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এত দিন তিনি একই সংস্থার পরিচালকের দায়িত্ব পালন করেছেন।
মেজর জেনারেল জিয়াউল আহসানকে মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে ন্যস্ত করে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জিয়াউল আহসান এর আগে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালকেরও দায়িত্ব পালন করেছেন। তিনি র্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। জিয়াউল আহসান সেনাবাহিনীর একজন প্রশিক্ষিত কমান্ডো ও প্যারা ট্রুপার।
এনটিএমসি আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে ইন্টারসেপশন সহায়তা দিয়ে থাকে। এনটিএমসির সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তদন্তকারী সংস্থাসহ ৩০টি সংস্থা সরাসরি সংযুক্ত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com