ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জাপোরিঝিয়ায় হামলা চালানোর জন্য পরস্পরকে দুষছে রাশিয়া ও ইউক্রেন। বার্তা সংস্থা এএফপি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রাশিয়ার সৈন্যরা তাদের আক্রমণের প্রথম দিন থেকেই দক্ষিণ ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্র দখল করে রেখেছে। কিয়েভ রাশিয়ার বিরুদ্ধে সেখানে ভারি অস্ত্র মজুদ করার অভিযোগ করেছে। মস্কোও ইউক্রেনের বিরুদ্ধে সেখানে হামলা চালানোর অভিযোগ করে আসছে।
এ ব্যাপারে ইউক্রেনের রাষ্ট্রীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অপারেটর এনারগোঅটম এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে, পারমাণবিক চুল্লি অবস্থিত পাওয়ার ব্লকের একটির কাছে তিনটি হামলার ঘটনা ঘটেছে। এর ফলে হাইড্রোজেন লিকেজ ও তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। রয়েছে আগুন লাগার মারাত্মক ঝুঁকি। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাপোরিঝিয়া সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে বলে জানিয়েছেন জাতিসংঘের পারমাণবিক সংস্থার প্রধান।
মঙ্গলবার বার্তা সংস্থা এপি আইএইএপ্রধান রাফায়েল গ্রসিকে উদ্ধৃত করে বলেছে, জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করে তা মেরামত করা প্রয়োজন।
রাফায়েল গ্রসি বলেন, আমাদের কাছে এমন সব ঘটনার বিবরণ আছে, যা কখনই কোনো পারমাণবিক স্থাপনায় হওয়া উচিত নয়।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com