মাহবুবা ফারুক
উত্তরাধিকার
বাতাস দোলায় পদ্মকে আলতো করে,
কানে কানে বলে, ঝরে যাবার আগে
একটি পাঁপড়ি রেখে যেয়ো আমার জন্যে,
জলে ডুবতে ডুবতে পদ্ম চমকে ওঠে,
না, না, আমাকে ছুঁয়ো না, রেখো না স্মৃতি,
তাহলে সাপে কাটবে, ছোবল দেবে,
সব ফুলে হয় না মালা হয় না পুজো।
তোমার সারা গায়ে ছড়াবে বিষ বিনাকারণে,
আমার গোপন ব্যথা না হোক কারও উত্তরাধিকার।
লেখক:
মাহবুবা ফারুক,
জন্ম নেত্রকোণা জেলার বারহাট্টায়।
পেশায় শিক্ষক। প্রকাশিত বইয়ের নাম, শিশুতোষ- প্রজাপতি, ভূতের বাড়ি কয়েকদিন, মা পাখি বাচ্চা পাখি, বাচ্চা পাখি ফিরে এলো মা পাখিটার কাছে, বনে এক বাঘ ছিল, পরিবিবির সাথে দেখা হয়েছিল, ভূতের বংশধর প্রভৃতি। এছাড়া আছে কবিতার বই- শুক্লা দ্বাদশী ও টুকরো করলে নেবো না আকাশ, বদলে যাওয়া দৃশ্যগুলো। ছোটবেলায় স্কুল ম্যাগাজিনে লেখালেখির শুরু। প্রথম লেখা ছাপা হয়েছিল ‘বেগম’ পত্রিকায়। বিটিভির তিনি তালিকাভূক্ত গীতিকার । বিটিভিতে প্রচার হয়েছে তাঁর লেখা নাটক।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com