গৌরনদী প্রতিনিধি:
প্রথম আলোর জেষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে হেনস্তা করে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে বরিশালের উজিরপুরে ৫ থানার সাংবাদিকরা মুখে কালো কাপড় বেধে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদি বাসষ্টান্ডে এ কর্মসুচি পালন করা হয়।
উজিরপুর প্রেসক্লাবের উদ্যোগে উজিরপুর বাসষ্টান্ড থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদি বাসষ্টান্ডে মানববন্ধন করেছে। মানববন্ধন শেষে উজিরপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিম সরদারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বরিশালের সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম, মোঃ গিয়াস উদ্দিন, উজিরপুরের সিনিয়র সাংবাদিক মহসিন মিয়া, শাকিল মাহমুদ, কল্যান চন্দ্র, বাবুগঞ্জের সিনিয়র সাংবাদিক আরিফ আহম্মেদ, আগৈলঝাড়ার প্রবীর বিশ্বাস, গৌরনদীর খায়রুল ইসলাম। বক্তারা বলেন, অনতিাবলম্বে রোজিনা ইসলামের মিথ্যাা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানান এবং দূর্নীতিবাজ অতিরিক্ত সচিব জেবুন্নেছাকে গ্রেপ্তারের দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com