নিজস্ব প্রতিবেদক : বরিশাল উজিরপুর উপজেলা বামরাইল ইউনিয়নের পূর্ব আটিপাড়া গ্রামে শনিবার দুপুর আনুমানিক ২:০০ ঘটিকায় চা দোকানে বসা নিয়ে সজল (১৬) ও তসলিম (১৫) দুইজনের মধ্যে তর্কবিতর্ক সৃষ্টির পরে তসলিম একপর্যায়ে মারধরের শিকার হন।
বিষয়টি ঘরোয়া উত্তেজনা হলে তসলিমের চাচা মোঃ আল-আমীন সরদার (৩৫) সজলের বাবা মোঃ আজিজ সরদার (৪৫) কাছে বিচারের জন্য গেলে উল্টো অকথ্য ভাষায় গালিগালাজ করলে বাগবিতণ্ডা হয়। সজল ও তার বাবা আজিজ সরদার নিজ বাসা থেকে দেশীয় অস্ত্র রামদা-বটি নিয়ে হামলা চালালে শরীর ক্ষতবিক্ষত হয়ে পরে। এতে গুরুতর আহত হন আল-আমীন সরদার। পরে তাকে তার স্বজনরা আহত অবস্থায় উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এবং দুই পক্ষ থানায় অভিযোগ করেন।
সরজমিনে গিয়ে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা যায়, দীর্ঘদিন যাবত সজল নিজ এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন। তার বিরুদ্ধে রয়েছে একাধিক থানায় অভিযোগ। এতেও শান্ত হননি সজল ও তার পরিবার। প্রতিবেশী হারুন সরদার ও কামাল হোসনসহ আরো অনেকে বলেন, তারা আমাদের উপরেও বহুবার তুচ্ছ ঘটনা কেন্দ্র করে ইচ্ছেকৃতভাবে হামলা চালান। এ বিষয় অভিযুক্তকারি সজল ও তার পরিবারের কাছে জিজ্ঞেসাবাদ করলে তারা অস্বীকার করে বলেন, আমাদের উপরেও হামলা চালান তারা।
প্রাথমিক তদন্তকারী উজিরপুর মডেল থানায় এসআই মোঃ মেহেদী হাসন জানান, ওই ইউনিয়নের দায়িত্বে আমি, দু'পক্ষের অভিযোগ নেয়া হয়েছে, আজ প্রাথমিকভাবে ঘটনাস্থলে গিয়ে আসছি, যাতে দ্বিতীয়বার এটা না ঘটে।
তবে সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com