নাজমুল হক মুন্নাঃ
বরিশালের উজিরপুরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আত্মঘাতী ড্রেজার দিয়ে পুকুর ও সরকারি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে বালু দস্যুরা বলে অভিযোগ পাওয়া গেছে, চরম আতঙ্কে এলাকাবাসী। স্থানীয় সূত্র ও সরেজমিনে গিয়ে জানা যায় ঢাকা-বরিশাল মহাসড়কের নতুন শিকারপুর থেকে ধামসর বাজার পর্যন্ত দুই জায়গা রাস্তার পাশ্ববর্তী পুকুর থেকে সরকারি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আত্মঘাতী ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করে রাস্তার পাশের নীচু জমি ভরাট সহ বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে অন্যায়ভাবে বালু ভরাটের কার্যক্রম চালাচ্ছে। জানা যায় ওই এলাকার প্রভাবশাল দুষ্টু প্রকৃতির কিছু লোক ক্ষমতার দাপটে প্রশাসনকে ফাঁকি দিয়ে অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে বালু উত্তোলন করছে।শুধু বামরাইল ইউনিয়ন ধামসর বাজার নয় উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় একই চিত্র দেখা যায়।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার প্রণতি বিশ্বাসের কাছে জানতে চাইলে তিনি বলেন,তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠিন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এলাকার সাধারনরা মানুষ ওই প্রভাবশালীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com