অনলাইন ডেস্কঃ
সড়কে আবারও মৃত্যুর মিছিল। সিলেটে একই পরিবারের চারজনসহ দেশের বিভিন্ন স্থানে প্রাণ গেছে ১৭ জনের।
পুলিশ জানায়, সকালে সিলেট থেকে ঢাকা ফিরছিলো কুমিল্লা ট্রান্সপোর্ট পরিবহনের একটি বাস। ওসমানীনগরের কাশিকাপন এলাকায় প্রাইভেটকারের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান প্রাইভেটকারের পাঁচযাত্রী। তারা হলেন, স্বপন কুমার দাশ, স্ত্রী লাভলী রানী, তাদের দুই ছেলে ও চালক। ঈদের ছুটিতে অফিস বন্ধ থাকায় সুনামগঞ্জের শ্যামাচর গ্রামে যাচ্ছিলেন তারা।
গাইবান্ধায় কাভার্ডভ্যান-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেছে ৩ জনের। হবিগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত হয়েছেন ৩ জন। আর একজনের মৃত্যু হয়েছে সিরাজগঞ্জে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com