নিজস্ব প্রতিবেদক:
বাকেরগঞ্জের পূর্ব বাদলপাড়া দাখিল মাদ্রাসার উদ্যোগে দিনব্যাপী ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। ১৭ মার্চ শুক্রবার সকাল ৯টায় শুরু হয়ে দিনব্যাপী এই প্রতিযোগিতায় মাদরাসার সকল শিক্ষার্থীরা অংশ নেয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মোঃ হারুন অর রশিদ। বিশেষ অতিথি ছিলেন মাদরাসার অন্যতম শুভানুধ্যায়ী রিয়াজ উদ্দীন মিন্টু। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোঃ মামুন-অর-রশিদ। সভাপতি ছিলেন মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রিয়াজ শিকদার। অনুষ্ঠান বাস্তবায়ন ও পরিচালনায় ছিলেন মাদরাসার শিক্ষকমন্ডলী। ৬ টি পর্বে প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়। তাছাড়া অংশগ্রহণকারী সকলকে শান্তনা পুরস্কার দেওয়া হয়। বঙ্গবন্ধুর জীবনী নিয়ে রচনা প্রতিযোগিতায় ১ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এদিকে এ বছর দাখিল পরীক্ষার্থীদেরকে এই অনুষ্ঠানে বিদায় জানানো হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসার ম্যানেজিং কমিটির সদস্য সোহেল মাহমুদ, আঃ মাজেদ হাওলাদার ও শাহিন হাওলাদার। শিক্ষার্থী, অভিভাবক সহ শতাধিক লোক অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com