সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী
পটুয়াখালীর গলাচিপার বিভিন্ন বাজারে জমে উঠেছে ইলিশের বড় বাজার। আবহাওয়া ভালো থাকায় সাগর ও নদী থেকে ইলিশের সরবরাহ খুব ভালো হচ্ছে বলে জানান বিক্রেতারা। প্রতি কেজি ৫০০ থেকে শুরু করে সর্বোচ্চ ১৩০০ টাকায় মিলছে বড় ইলিশ। বিক্রেতা মজিবর মিয়া বলেন, গত কয়েকদিন খুব বেশি সরবরাহ না থাকলেও শনিবার শহরের বিভিন্ন হাট-বাজারে বড় সাইজের ইলিশের দেখা মিলেছে। ১ কেজির বেশি ওজনের ইলিশের মূল্য বারো থেকে তের’শ টাকা কেজি হিসেবে বিক্রি হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গলাচিপা শহরের বাজার গুলোতেও ইলিশের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। বিক্রেতারা বলেন, রামনাবাদ, বুড়া গৌরঙ্গ নদীতে ইলিশের চাহিদা একটু বেশি। গলাচিপা শহরের মাছ পট্টি এলাকার ব্যবসায়ী মো. ইমন, মো. চুন্নু মিয়া জানান, গত কয়েকদিন মাছের সরবরাহ কম থাকলেও শনিবার থেকে মাছের সরবরাহ অনেক বেড়েছে। শনিবার গলাচিপা উপজেলা ও রাঙ্গাবালী থেকে বেশ কয়েক কার্টুন ইলিশসহ সামুদ্রিক মাছ তাদের বাজারে এসেছে।
এদিকে শহরের বাজার এলাকার মাছ বিক্রেতারা বলছেন, সাগরের ইলিশের থেকে নদীর ইলিশের স্বাদ বেশি। ইলিশের পাশাপাশি গলাচিপার বাজার গুলোতে বিভিন্ন সামদ্রিক মাছের সরবরাহ লক্ষ্য করা গেছে। আবহাওয়া ভালো থাকলে এবং সাগরে মাছ শিকারে যেতে পারলে বাজারে মাছের সরবরাহ আরো বাড়বে বলে মনে করেন বিক্রেতারা। সরবরাহ বৃদ্ধি পেলে মাছের দাম কমবে বলেও আশা করেন তারা।
গলাচিপা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মুজ্জামেল হক জানান, জেলেদের জালে প্রচুর ইলিশ ধরা পড়ছে। সাগরের পাশাপাশি নদীর ইলিশের দেখা মিলছে। তবে বাজারে কিছুটা হলেও দাম কমতে পারে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com